Friday 9th May 2025
Friday 9th May 2025

নড়িয়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

নড়িয়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গাছ থেকে পড়ে আব্দুল হাকিম গাজী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুলাই) সন্ধ্যায় বাড়ির পাশের গাব গাছের নিচ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে স্বজনরা। আব্দুল হাকিম গাজী নড়িয়া উপজেলার পন্ডিডসার গ্রামের বাসিন্দা ও পন্ডিডসার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহীন গাজীর বাবা।

প্রতিবেশী নুরুল ইসলাম মুন্সী জানান, আব্দুল হাকিম গাজী শনিবার দিনের যে কোন সময় বাড়ির পাশের বিলেতী গাবগাছ থেকে গাব অথবা ডালা পাড়তে গাছে ওঠেন। এসময় তিনি গাছ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। কিন্তু এ ঘটনা বাড়ির লোকজন টের পায়নি। দুপুরে বাড়িতে ভাত খেতে না আসায় বিকেলের দিকে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের লোকজন গাব গাছের নীচে আব্দুল হাকিম গাজীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পায়।