শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

বন্যার্তদের বিশুদ্ধ পানি সরবরাহর জন্য নড়িয়ায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

বন্যার্তদের বিশুদ্ধ পানি সরবরাহর জন্য নড়িয়ায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

বন্যার্তদের বিশুদ্ধ পানি সরবরাহর জন্য শরীয়তপুরের নড়িয়ায় আনা হয়েছে ট্রু ট্রান মাউন্টেন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। বুধবার দুপুরে ফরিদপুর শহর থেকে আনা হয় যন্ত্রটি।
নড়িয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুস সালাম হাওলাদার জানান, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বন্যার্তদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে যন্ত্রটি আনার ব্যবস্থা করেন। এই ডিজিটাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি ব্যবহার করা হয় বন্যাদুর্গত এলাকায়। এই যন্ত্রটির সাহায্যে যে কোন পানি বিশুদ্ধ করা যায়। যে সকল বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দেয় সে এলাকায় এটার মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। আগাম প্রস্তুতি হিসেবে এই ট্রু ট্রান মাউন্টেন ওয়াটার প্লান্টটি আনা হয়েছে।
তিনি আরও, জাপান সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরকম ছয়টি যন্ত্রটি উপহার হিসেবে দিয়েছেন। তারমধ্যে শরীয়তপুর জেলায় একটি। বন্যাদুর্গত যে সব এলাকায় পানি নষ্ট হয়ে যায় সে সব এলাকায় এটার মাধ্যমে বিনা অর্থে পানি বিশুদ্ধ করে জনগণের মধ্যে সরবরাহ করা হয়। যন্ত্রটি ঘন্টায় সাড়ে ৬০০ থেকে ৭০০ লিটার পানি বিশুদ্ধ করতে পারে। এটার মূল্য সাড়ে ৩ কোটি টাকা। যে কোন পুকুর, জলাশয়, ডোবা-নালার পানির লবণাক্ততা ও ময়লা দুর করে।


error: Content is protected !!