
নড়িয়া উপজেলার মসজিদ, মন্দিরসহ ৩৬টি ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের ৮ লাখ ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। শনিবার দুপুর ২টার দিকে নড়িয়া সোনার বাজার মাতৃছায়ায় এ চেক বিতরণ করেন।
এ সময় শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি হাচান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তারসহ ইউপি চেয়ারম্যান, অাওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।