
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের বাইরে থাকেন, তখনই ষড়যন্ত্রকারীরা নড়েচড়ে বসে। তারা নানা জায়গায় কলকাঠি নাড়তে থাকে। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রকারী আগেও সফল হতে পারেনি, এখনো পারবে না। জননেত্রী শেখ হাসিনার সাথে দেশবাসী আছে। ষড়যন্ত্রকারীরা একা। শনিবার বিকালে শরীয়তপুরের নড়িয়া পৌরসভা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরসভা আওয়ামীলীগের সভাপতি দুলাল বেপারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেলোয়ার খলিফার সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া উপজেলার সভাপতি হাসান আলী রাড়ী, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী।
বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, সৈয়দ হেমায়েত হোসেন, আক্তারুজ্জামান জুয়েল, জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব খবিরুজ্জামান বাচ্চু, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, জেলা যুবলীগের সভাপতি এম এএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, কেন্দ্রীয় সহ-সম্পাদক ইউসুফ হোসেন সুজন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান আলম, আলী আহম্মেদ কাজী, আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক নাসির সরদার, যুগ্ম আহবায়ক উজ্জল মীর মালত, জেলা স্বেচ্ছাসবক লীগের সহ-সভাপতি জাকির হোসেন ডিকেন, ত্রাণ সম্পাদক সেকেন্দার আলম রিন্টু, উপজেলার আহবায়ক দেলোয়ার হোসেন আকন প্রমূখ। এছাড়াও তিনি নড়িয়া উপজেলা যুবলীগের বর্ধিত সভা এবং স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন। এর আগে সকালে তিনি জাজিরা-নড়িয়ার পদ্মা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি পরির্দশন করেন।