Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভয়াবহ সাধুর বাজার ট্রাজেডির ১ বছর আজ

ভয়াবহ সাধুর বাজার ট্রাজেডির ১ বছর আজ
ভয়াবহ সাধুর বাজার ট্রাজেডির ১ বছর আজ

শরীয়তপুরের নড়িয়ায় ভয়াবহ সাধুর বাজার ট্রাজেডির ১ বছর আজ। ২০১৮ সালে দেশের ইতিহাসে স্বরণকালের সবচেয়ে ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়ে নড়িয়ার পদ্মা পাড়ের মানুষ।

ওই বছর ০৭ আগষ্ট দুপুরের দিকে সাধুরবাজার লঞ্চঘাট সংলগ্ন প্রায় ১০০মিটার জায়গা আকস্মিকভাবে নদী গর্ভে বিলীন হয়। আর এতে নদীর পাড়ে থাকে প্রায় অর্ধশতাধিক মানুষ পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় অনেককে উদ্ধার করা গেলেও নিখোজ থাকে প্রায় ১০জন।