Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ার চামটা ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন রাড়ী আর নেই

নড়িয়ার চামটা ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন রাড়ী আর নেই
  1. শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চামটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন রাড়ী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার (১৯ আগষ্ট) বিকাল ৩টার দিকে ঢাকার মিরপুরের বাসায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবত কিডনী রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্ত্রী ছেলে-মেয়ে সহ অসংখ আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খি রেখে গেছেন। মঙ্গলবার নিজ গ্রামে তাকে দাফন করা হবে। গিয়াস উদ্দিন রাড়ীর মৃত্যুতে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি, শরীয়তপুরের মাটি ও মানুষের জনপ্রিয় দৈনিক রুদ্রবার্তার সম্পাদক ও প্রশাসক বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন ।