বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

নড়িয়ার সুরেশ্বরে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নড়িয়ার সুরেশ্বরে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার একটি ডোবা থেকে সোহাগ মৃধা (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের সুরেশ্বর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহাগ মৃধা উপজেলার কেদারপুর ইউনিয়নের পুর্বপাঁচগাঁও গ্রামের মৃত খলিল মৃধার ছেলে।
পুলিশ ও নিহতর বড় ভাই লিটন মৃধা জানান, নিহত সোহাগ নসিমন চালক ছিলেন। শনিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি ফেরে না। পরিবার তাকে অনেক খোঁজাখুঁজি করে। পরে রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা সুরেশ্বর এলাকার হানিফ মালতের একটি ডোবায় সোহাগের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, সুরেশ্বর এলাকার একটি ডোবা থেকে সোহাগের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তর জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।


error: Content is protected !!