Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় তিন দিনব্যপী ফলদ বৃক্ষ মেলা অনুষ্ঠিত

নড়িয়ায় তিন দিনব্যপী ফলদ বৃক্ষ মেলা অনুষ্ঠিত

পরিকল্পিত ফলের চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, সবুজে গড়ি সুন্দর পরিবেশ এ শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৯ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

শনিবার (২৪ আগষ্ট)সকাল ১০ টায় নড়িয়া শহীদ মিনার চত্বরে তিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া পৌর সভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ী, নড়িয়া থানা অফিসার ইনচার্জ এ কে এম মনজুরুল হক আকন্দ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, শরীয়তপুর জেলাপরিষদের সদস্য মিজানুর রহমান আলম বয়াতী।

উদ্বোধনী মেলায় স্বাগত বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান।

মেলায় বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা কৃষক লীগের সভাপতি মাষ্টার আঃ রহমান মৃধা, উপ সহকারী কৃষি কর্মকর্তা অনুকুল চন্দ্র বসু, চামটা কৃষক প্রতিনিধি আঃ সকুর খান, ডিঙ্গামানিক কৃষক প্রতিনিধি আঃ রহিম।

আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে বিভিন্ন জাতের ফলের চারা বিতরন করা হয়।