
নড়িয়া বিঝারী মঙ্গলবার দুপরে সরকারী রাস্তার পাশে প্রায় এক লক্ষাদিক টাকার কড়ই ও বিভিন্ন প্রকার কাঠ কোন প্রকার টেন্ডার ও অনুমোদন ছাড়া শিশির ওরফে শিশু পেদা আলী আসরাফ এর নিকট বিক্রি করে। এবং কয়েকটি গাছ কেটে নিয়ে গেছে আলী আসরাফ।
গাছ বিক্রেতা শিশু পেদা বলেন, জেলা পরিষদের সদস্য আলী আহম্মেদ কাজি আমাকে গাছ কাটার অনুমতি দেয়। কিন্তু কোন কাগজ দেখাতে পারেনি। আলী আহম্মেদ কাজির সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নিবাহী অফিসার জয়ন্তী রূপা রায় ভোজেস্বর তসিলদার খবির কে পাঠিয়ে গাছগুলিকে জব্দ করেেছন।