শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

উপমন্ত্রী এনামুল হক শামীমের দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ কর্মসূচি

উপমন্ত্রী এনামুল হক শামীমের দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ কর্মসূচি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি আজ (২৭ সেপ্টেম্বর, শুক্রবার) ২ দিনের সরকারি সফরে শরীয়তপুরে আসবেন।
উপ-মন্ত্রী আজ (২৭ সেপ্টেম্বর, শুক্রবার) সকাল ৭ টায় বাংলাদেশ জাতীয় সংসদের উচ্চমান আবাসিক এলাকার বাসভবন থেকে সড়ক পথে শরীয়তপুর জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সকাল ৮ টা ৩০ মিনিটে ফেরী যোগে মাওয়া ঘাটে উপস্থিত হয়ে কাঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে রওনা করবেন। সকাল ৯ টা ৩০ মিনিটে কাঠালবাড়ি ঘাট হয়ে সখিপুরের উদ্দেশ্যে রওনা করবেন। বেলা ১১ টায় নিজ বাড়িতে (চরভাগা পাইক বাড়ী) উপস্থিত হবেন। পরে বিকাল ৩ টায় কালিখোলা ইউনিয়ন পরিষদের মাঠে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে যোগদান করবেন। সবশেষে সন্ধ্যা ৭ টায় নিজ বাড়িতে (চরভাগা পাইক বাড়ী) অবস্থান করে রাত্রি যাপন করবেন। পরবর্তী দিন (২৮ সেপ্টেম্বর, শনিবার) বেলা ১১ টায় মুলফৎগঞ্জ নদীর তীরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন ও নড়িয়াকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য শোকরানা মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহন এবং পবিত্র কোরআন শরীফ বিতরণ করবেন। দুপুর ১২ টা ৩০ মিনিটে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পূজা উদযাপন কমিটির সাথে সাক্ষাত শেষে বিকাল ৩ টায় ঘড়িাসার ইউনিয়ন পরিষদের মাঠে নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে যোগদান করবেন। সম্মেলন শেষে সন্ধ্যা ৭ টায় সড়ক পথে কাঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে রওনা হবেন। রাত ৮ টা ৩০ মিনিটে ফেরী যোগে কাঠালবাড়ি ঘাটে উপস্থিত হয়ে মাওয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত ৯ টা ৩০ মিনিটে মাওয়া ঘাটে উপস্থিত হয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। সবশেষে উপ-মন্ত্রী রাত ১১ টায় বাংলাদেশ জাতীয় সংসদের উচ্চমান আবাসিক এলাকার বাসভবনে উপস্থিত হবেন।
ইহা সরকারি সফর হওয়ায় এ সময় উপ-মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীগণ তার সফরসঙ্গী হবেন।


error: Content is protected !!