
শরীয়তপুরের নড়িয়া উপজেলাকে পদ্মার ভাঙ্গন থেকে রক্ষা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও পবিত্র কোরআন বিরতণ করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী মুলফৎগঞ্জ বাজার জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ভারপ্রাপ্ত খতিব মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ইকবাল হোসেন অপু এমপি, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, বাহাদুরপুরের পীর সাহেব আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার। এছাড়া সহ সভাপতি আব্দুল ওহাব বেপারী, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির বেপারী সহ মাদ্রাসার ছাত্র শিক্ষক ও স্থানীয় সহ¯্রাধিক মানুষ দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |