Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শেখ হাসিনার শাসনামলে সকল ধর্মের মানুষ সমান সুবিধা ভোগ করেন : উপমন্ত্রী শামীম

শেখ হাসিনার শাসনামলে সকল ধর্মের মানুষ সমান সুবিধা ভোগ করেন : উপমন্ত্রী শামীম

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে সকল ধর্মের মানুষ নির্বিঘেœ শান্তিপূর্ন পরিবেশে তাদের নিজ নিজ ধর্ম পালন করছেন। শেখ হাসিনারর শাসনামলে বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করেন। সকল ধর্মের ধর্মীয় উৎসব পালনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা দিয়ে থাকেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বী নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যন একেএম ইসমাইল হক, ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মুকুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জী ও যুগ্ম সাধারণ সম্পাদক মিহির চক্রবর্তী।
এ সময় অন্যান্যের মধ্যে নড়িয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন ব্যানার্জী, সাধারণ সম্পাদক অজিত ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব ঐক্য পরিষদের আহবায়ক সমীর চন্দ্র শীল, যুগ্ম আহবায়ক রূপক চক্রবর্তী সহ নড়িয়া উপজেলার ২৯টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পরে উপজেলার ২৯টি পূজা মন্ডপের জন্য ৭ হাজার করে সরকারী অনুদানের টাকা পূজা মন্ডপের সভাপতির হাতে তুলে দেন উপমন্ত্রী এনামুল হক শামীম।