Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় অসুস্থ মেয়রকে দেখতে এলেন পানিসম্পদ উপমন্ত্রী

নড়িয়ায় অসুস্থ মেয়রকে দেখতে এলেন পানিসম্পদ উপমন্ত্রী

নড়িয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম বাবু রাড়ী তার বাড়ি থেকে নড়িয়া পৌর আওয়ামী লীগের সম্মেলন স্থলে আসার সময় পথিমধ্যে মাথায় গাছের ডাল পড়ে গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় মেয়রকে নড়িয়া মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয়। সংবাদ পেয়ে ডায়াগনস্টিক সেন্টারে তাকে দেখতে আসেন পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।
এ সময় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম মেয়র মো. শহিদুল ইসলাম বাবু রাড়ীর দ্রুত সুস্থতা কামনা করেন। পরে উপমন্ত্রী মেয়রের শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত অ্যাম্বুলেন্স যোগে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা করেন। মেয়রের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মেয়রের সুস্থতার জন্য দোয়া প্রার্থণা করা হয়েছে।