
শরীয়তপুর জেলার নড়িয়া উপজোলায় নুসার উদ্যোগে ক্রীড়া ও স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা),র যৌথ অর্থায়নে পরিচালিত সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা লোনসিং গিয়াস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়।
নুসার সমন্বয়কারী ও ফোকাল পারসন মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মঞ্জুরুল আহসান। আরো উপস্থিত ছিলেন নুসা কর্মসূচি সংগঠক শহীদ খান।
পরে বিকালে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি দেখতে অনেক দর্শক সমবেত হন এবং তারা উল্লাসিত হন।