
পদ্মা নদী পুন:ভাঙ্গনে নড়িয়ায় যে আটটি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে ঐ ভাঙ্গন কবলিত নদীর তীর ভরাট করে তাদের পুনর্বাসন দেয়া হবে। শুক্রবার ৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় পদ্মা নদীর ডান তীর ফুলফৎগঞ্জ বাজার থেকে স্প্রীডবোট যোগে সুরেশ্বর পর্যন্ত ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ শেষে চন্ডিপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এ কথা বলেন। তিনি আরও বলেন, আগামী বর্ষার মৌসুম আসার পূর্বেই পদ্মার দুই তীরে মজবুতভাবে ভাঙ্গন রোধ করার জন্য যা যা করা দরকার তাই করা হবে। আমরা পদ্মার ভাঙ্গনের দুই তীরে বাধ নির্মাণ করে পাড়ে রাস্তা বানিয়ে সোডিয়াম লাইটের মাধ্যমে পর্যটন স্থান গড়ে তোলা হবে, সেজন্য আমাদের কাজ চলমান রয়েছে। এ সময় তিনি পদ্মা নদীর পাড়ের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সাথে বিভিন্ন মতবিনিময় করেন।
এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ চন্দ্র সরকার, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাচান আলী রাড়ী, কেন্দ্রীয় আওয়ামীলীগ উপকমিটির সহ-সম্পাদক জহিরুল ইসলাম ও নড়িয়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানসহ বিটিভি, আরটিভি, সময় টিভি, মাছরাঙা টিভি এবং দৈনিক রুদ্রবার্তা’র সাংবাদিকগণ।