
শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভায় প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের মাঝে নড়িয়া পৌরসভার পক্ষ হতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সোমবার (১১ নভেম্বর) বিকাল ৩ টায় পৌরসভা হল রুমে পৌরসভার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০৯ জন পরীক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসাবে শিক্ষা উপকরণ বিতরণ করেন নড়িয়া পৌর সভার মেয়র মোঃ শহীদুল ইসলাম বাবু রাড়ী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা শিক্ষা অফিসার শাহ মোঃ ইকবাল মনসুর, সহকারি শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ মজিবুর রহমান ও লোনসিং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম সরদার।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভা প্যানেল মেয়র শহীদুল ইসলাম সরদার, নড়িয়া মডেল সহ কাঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা খানম, ঢালী পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, লোনসিং ভূইয়া বাঃ সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরদাস দাস, পাইকপারা সঃ কাহ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ হিটলুসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।