Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে পাঠ সমাপনী অনুষ্ঠানে শতভাগ উপস্থিতি পদক পেল প্রায় ৮’শ শিক্ষার্থী

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে পাঠ সমাপনী অনুষ্ঠানে শতভাগ উপস্থিতি পদক পেল প্রায় ৮’শ শিক্ষার্থী

২৭ নভেম্বর মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো পাঠ সমাপনী উৎসব ২০১৯। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ট্রাস্টি ও বাংলাদেশ পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। এছাড়া উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক।
চলমান শিক্ষাবর্ষের শেষ ক্লাস ও নতুন বছরে নতুন শ্রেণিতে ওঠার আনন্দ ছিল সকল শিক্ষার্থীর চোখে মুখে। প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সাজানো গোছানো রুমে ফিতা কেটে প্রধান ও অন্যান্য অতিথিগণ ক্লাস পার্টির ক্লাসে প্রবেশ করেন। শিক্ষার্থীদের অভিবাদন গ্রহণের পর কেক কাটা ও কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা সহপাঠীদের সাথে আনন্দে মেতে ওঠে। এ সময় সারা বছর নিয়মিত যারা নিয়মিত শ্রেণিতে উপস্থিত ছিল এমন শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি পদক পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এ সময় প্রধান অতিথি বলেন, সকল শিক্ষার্থীকে আগামীতে শ্রেণি কক্ষে আরও মনোযোগী হয়ে সর্বন্নোত ফলাফল করতে হবে।
অনুষ্ঠান সম্পর্কে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন বলেন, সারা বছরের দীর্ঘ পড়াশুনার ক্লান্তি দূর করা ও ভালো পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের এ আয়োজন। এ বছর অত্র প্রতিষ্ঠানের নার্সারি থেকে নবম শ্রেণির ২ হাজার ৭’শ শিক্ষার্থীর মধ্যে শতভাগ শ্রেণিতে উপস্থিত থেকেছে এমন প্রায় ৮’শ জন শিক্ষার্থীকে পদক প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীর মাঝে কেক ও দুপুরের খাবার পরিবেশন করা হয়।