
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ,কে,এম এনামুল হক শামীম বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বিশ্বের শেরা প্রধানমন্ত্রী আর বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া দূর্ণীতির নেত্রী। তার ছেলে তারেক রহমান দূর্ণীতি এবং সন্ত্রাসের নেতা। তাই দূর্ণীতির নেত্রী আজ দিশেহারা। বিকেল সাড়ে ৩টায় নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নড়িয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপমন্ত্রী শামীম আরো বলেন, নড়িয়ার আওয়ামীলীগ ঐক্যবদ্ধ তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ভালবাসেন। আওয়ামী লীগে আমরা যারা আছি সবাই বঙ্গবন্ধুর সৈনিক, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী। এটা আমাদের মনে রাখতে হবে। উন্নয়নের ভার আমার উপর ছেড়ে দেন। আমরা সুশাসন চাই। নিজেরা নিজেরা মারামারি করবেন না। আওয়ামী লীগ আওয়ামী লীগের মাথায় বারি দিবে না। যারা বংশবিস্তারের জন্য রাজনীতি করে তাদের স্থান আওয়ামীলীগে হবে না। যাদেরকে মানুষ ভালোবাসে, যাদেরকে মানুষ পছন্দ করে, যারা শেখ হাসিনার প্রশ্নে কখনও আপোস করবে না, বঙ্গবন্ধুর প্রশ্নে কখনো আপোস করবে না, কখনও দলের সাথে বিশ্বাস ঘাতকতা করবে না, যারা পরীক্ষিত তাদেরকে নিয়েই আমরা আওয়ামী লীগের সংগঠন করব। এটা আমার কথা নয়। এটা আওয়ামী লীগের অভিভাবক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা। শেখ হাসিনা অনেক সময় বলেন আমার কেন্দ্রীয় নেতাকর্মীরা আমার সাথে বিশ্বাস ঘাতকতা করতে পারে কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা কখনও আওয়ামী লীগের সাথে, নৌকার সাথে বিশ্বাস ঘাতকতা করে না। আমি আজকে এমপি আছি, উপমন্ত্রী আছি কাল নাও থাকতে পারি। যিনি নৌকা নিয়ে আসবেন তার সাথেই সবাইকে থাকতে হবে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের জন্য কাজ করতে হবে। উপমন্ত্রী বলেন, আওয়ামীলীগের কোন কর্মী অবহেলিত থাকবে না। আওয়ামী লীগ করা গৌরবের, আওয়ামী লীগ করা অহংকারের। দেশের উন্নয়ন চাইলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বার বার প্রধানমন্ত্রী বানাতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দারিদ্র্য ও অসহায় মানুষ পেটভরে খেতে পায়। সুখে থাকার জন্য বিনামূল্যে ঘর পায়। এজন্য আওয়ামীলীগ তথা শেখ হাসিনাকে শক্তিশালী করতে হলে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠণকে এক হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, আওয়ামীলীগে কোন দূর্ণীতিবাজ, সন্ত্রাস ও চাদাবাজদের ঠাই হবে না। আগামী আওয়ামীলীগ হবে পরিচ্ছন্ন আওয়ামীলীগ।
নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী রাড়ীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব বেপারী, যুগ্নসাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সদস্য খালেদ শওকত আলী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক সৈয়দ হেমায়েত হোসেন, আক্তারুজ্জামান জুয়েল, নড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী প্রমূখ।