Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় মহান বিজয় দিবসে শীতবস্ত্র বিতরণ এবং ফ্রি ডেন্টাল ক্যাম্প

নড়িয়ায় মহান বিজয় দিবসে শীতবস্ত্র বিতরণ এবং ফ্রি ডেন্টাল ক্যাম্প

১৬ ডিসেম্বর সোমবার নড়িয়া উপজেলার সিংহলমুড়ীতে মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে এতিম ও অবহেলিত মানুষের কল্যানে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের ডেন্টাল ফ্যাকাল্টির অধ্যাপক ডা: মো. মুজিবুর রহমান হাওলাদার, বাংলাদেশে ডেন্টাল সার্জারীতে প্রথম এফ সি পি এস ডিগ্রী অর্জনকারী বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ ডেন্টাল হেলথ রিসার্স ফাউন্ডেশনের সভাপতি, দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজের গাভার্ণিং বডির তিন বার নির্বাচিত সদস্য ও ট্রেজারার, বিশিষ্ট চিকিৎসা-শিক্ষাবিদ, শরীয়তপুর জেলার কৃতিসন্তান, নিরন্তর মানবসেবায় আত্মনিয়োগকারী গণমানুষের চিকিৎসক তার নিজ গ্রামের বাড়ীতে এতিমদের ও অবহেলিত দুস্থ মানুষের জন্য মহান বিজয় দিবসে নিজ অর্থে এ শীতবস্ত্র বিতরণ এবং দুই দিনব্যাপী বিনামূল্যে মুখ ও দাঁতের চিকিৎসা প্রদান করেন। উক্ত কার্যক্রমে প্রায় তিনশত রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া এলাকার এতিমখানার লিল্লাহ্ বোডিং-এ অবস্থানরত এতিম ছাত্রদের মাঝে একশত জনের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, তিনি প্রতি বছর এ ধরনের কার্যক্রম গ্রহন করেন এলাকার দুস্থ, নদীভাংগা গরীব মানুষের সেবার উদ্দেশ্যে। এ বছর ৩০০ জন দন্ত রোগীদের মাঝে মেডিপ্লাস টুথপেষ্টও বিনামূল্যে বিতরণ করা হয়।