Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

চামটা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বাবুর পিতা খালেক বেপারীর ইন্তেকাল

চামটা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বাবুর পিতা খালেক বেপারীর ইন্তেকাল

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান বাবুর বাবা আবদুল খালেক ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি…রাজিউন)। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি ইউনিয়নের দিনারা গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনীজনিত সমস্যায় ভুগছিলেন।
ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের এমপি ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নূরে আলম আশিক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ইউসুফ হোসাইন সুজন, নড়িয়া উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতারা শোক প্রকাশ করেন।
শোক জানিয়েছেন চামটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব গাজী সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ি, ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতারাও শোক জানান।
পারিবারিক সূত্র জানায়, আবদুল খালেক বেপারী মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।