
শরীয়তপুর নড়িয়া উপজেলায় মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি গ্রামের বীরমুক্তিযোদ্ধা গফর খানের বাড়িতে কয়েকটি হাতবোমা ফাটায় ও তার বসতঘরে টিনের বেড়া, গ্রীলের জানালা ও আসবাবপত্র ভাংচুর করে। এতে মুক্তিযোদ্ধার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি করে। এ ঘটনা গফর খান বাদি হয়ে নড়িয়া থানায় মঙ্গলবার দেলোয়ার খান, মোফাজল খান, জিদনী খান, ওয়াসিম খান, দীন ইসলাম খান, সাইফুল খান শফিক খান ও রেহেনা বেগম সহ ১০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। জানা গেছে পূর্বশত্রুতার জের ধরে দেলোয়ার খান তার ভারাটে সন্ত্রাসী বাহিনী দিয়ে এ হামলা করছেন।
বাদী আবদুল গফর খান বলেন, আদম ব্যবসায়ী ও সস্ত্রাসী দোলেয়ার খানের থেকে আমি ১৫ বছর যাবৎ ১০ করা জমি কিনেছি সেই জমি আমাকে দলিল করে দেয় না। দলিলের কথা বললে আমাকে হুমকি ধামকি দেয়। সোমবার রাতে আমার বাড়িতে এসে আমাকে না পেয়ে বাড়িতে ককটেল ফুটায় ও ঘরের যাবতীয় আসবাবপত্র ভাংচুর করে।
আসমী দেলোয়ার খানকে পাওয়া যায়নি কিন্তু তার মা বলেন, গফর খান এলাকার মানুষের সাথে মিলেমিশে থাকে না। আমাদের এখানে মসজিদের পাশে একটি পুকুরে ড্রেজার দিয়ে মাটি কাটছেন। আমার ছেলে সে খবর পুলিশ, সাংবাদিক ও নড়িয়ার সারেগো জানায়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা গফর খান একটি মামলা করেছেন আমরা আসামীদের আটক করার চেষ্টা করছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |