
নড়িয়া উপজেলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি’র আওতায় নবীন প্রবীন মেলা ও প্রীতি ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় মুন্সী আজিজুল হক উচ্চ বিদ্যালয় মাঠে নবীন প্রবীন মেলা ও প্রীতি ক্রীড়া অনুষ্ঠানে নুসার উপ-পরিচালক জয়দেব চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওপাড়া ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি বোরহান উদ্দিন সিকদার।
নুসার সমন্বয়কারী ও ফোকাল পার্সন মোঃ মনির হোসেন এর পরিচালনায় নবীন প্রবীণদের মাঝে যে সব খেলাধুলা আয়োজন করা হয়েছিল তা হল- নবীনদের ১০০ মিটার দৌড়, প্রবীণদের ১০০ মিটার দৌড়, নবীন মেয়েদের শুয়ে সুতা গাথা, নবীন মেয়েদের ঝুড়িতে বল নিক্ষেপ, প্রবীণ মহিলাদের ঝুড়িতে বল নিক্ষেপ, প্রবীণ মহিলাদের বালিশ খেলা, নবীন-প্রবীণ প্রীতি ফুটবল খেলা, নবীন-প্রবীণ হাডুডু খেলা, নবীন-প্রবীণ কাছি টানাটানি। বিজয়ীদের মধ্যে এবং সকল অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
বিকেলে বিজয়ীদের মাঝে ও সকল অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীন ও প্রবীণ শিল্পীরা গান পরিবেশন করেন।
এ সময় কর্মসুচি মাঠ সংগঠক শহীদ খান, শেখ মোঃ বিল্লাল হোসেনসহ নবীন প্রবীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |