Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় সোহাগ হত্যা মামলার আসামী সুজন গ্রেফতার

নড়িয়ায় সোহাগ হত্যা মামলার আসামী সুজন গ্রেফতার

শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর থেকে সোহাগ মৃধা হত্যা মামলার আসামী মো. সুজন খান কে (৪২) গ্রেফতার করেছে জেলা সিআইডি পুলিশ। ঘটনার পর থেকে পলাতক থাকা এই আসামীকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় নাড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাতক আসামী সুজন খান উপজেলার পূর্ব পাঁচগাঁও গ্রামের হেলাল খানের ছেলে। গ্রেফতারকৃত আসামী সুজন খানকে আদালতে প্রেরণ করেছেন সিআইডি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকান্ড সংঘঠিত হওয়ার পর থেকেই এজাহার নামিয় ২ নং আাসামী সুজন খান পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পলাতক আসামী সুজন খান মঙ্গলবার সুরেশ্বর দরকার শরীফ এলাকায় অবস্থান করছে। তখন আসামীর অবস্থান নিশ্চিত করে সুরেশ্বর দরবার শরীফ এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তের সার্থে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে আদালতে রিমান্ড চেয়ে আবেদন করা হবে। এর পূর্বে এই মামলার প্রধান আসামী সালাম হাওলাদারকে সুরেশ্বর লঞ্চঘাট থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকাজ এগিয়ে যাচ্ছে। অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, নিহত সোহাগ মৃধা নড়িয়া উপজেলার পূর্ব পাঁচগাঁও গ্রামের মৃত খলিল মৃধার ছেলে। সোহাগ মৃধা মাংস ব্যবসা ও ভ্যান গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করত। মাঝেমধ্যে আসামীদের সাথে জুয়া খেলত। জুয়া খেলার বিষয় নিয়ে একই এলাকার মৃত হাসেম হাওলাদারের ছেলে সালাম হাওলাদার ওরফে বয়রা সালামের সাথে সোহাগের দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব পরবর্তী সালাম হাওলাদার ১৭ আগস্ট রাতে সোহাগকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সোহাগকে খুঁজে পায়নি তার পরিবার। পরে ১৮ আগস্ট দুপুর দুইটার সময় একই এলাকার হানিফ মালের বাড়ির পাশে আলাউদ্দিনের ডোবায় স্থানীয়রা সোহাগের মরদেহ পড়ে থাকতে দেখে।
এই ঘটনায় নিহত সোহাগ মোল্যার ভাই সোহেল মোল্যা সালাম হাওলাদারকে প্রধান আসামী করে নড়িয়া থানায় মামলা করে।