
সোমবার ৩০ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে ভূমখাড়া ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। এ সময় তিনি আমার গ্রাম আমার শহর কর্মসূচি সফল করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিতকরন, প্রতিটি সাবেক ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক স্থাপন, বিদ্যালয় বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের বিষয়ে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। এছাড়া বাল্যবিবাহের বিরুদ্ধে সকল শ্রেণী-পেশার মানুষকে সচেতন করার মাধ্যমে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়।
এ পরিদর্শণকালে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সাইফুল ইসলাম, নড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রকৌশলী সোহেল আহমেদ, ভূমখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম শাহজাহান সিরাজ, ভূমখাড়া ইউনিয়নের তহশিলদার মুজিবুর রহমান, ভূমখাড়া ইউনিয়নের সচিব ইব্রাহিম শেখ ও বীরমুক্তিযোদ্ধা জানশরীফ প্রমূখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |