Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ ৪ জন আহত

নড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ ৪ জন আহত

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ দেলোয়ার দেওয়ান সহ ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আসামী নড়িয়া থানায় একটি মামলা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় নড়িয়া উপজেলায় ঘড়িষার ইউনিয়নের মেম্বার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মোঃ দেলোয়ার দেওয়ানকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুমন ঢালী কে ঘড়িসার সেন্ট্রাল হসপিটালে আর বাকি দুইজন হারুন দেওয়ান ও বেলাল দেওয়ান প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মামলা ও স্থানীয়ভাবে জানা য়ায়, শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের মেম্বার ঘাট এলাকায় বেলাল দেওয়ান ও তার দোকানের কর্মচারী সুমন ঢালীকে দোকান থেকে ডেকে নিয়ে আনসার মাঝীসহ আসামীরা হাতে থাকা রাম দা, লোহার রড ও লাঠী সাটা দিয়ে এলোপাথারী মারধর করে আহত করে।
মারামারির খবর পেয়ে নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য দেলোয়ার দেওয়ান ও বেলাল দেওয়ানের বড় ভাই হারুন দেওয়ান আসলে তাদের উপর আনসার মাঝি, মুনসুর মাঝী, দিদার ফকির, হাসান ফকির, জুয়েল সরদার, নশা সরদার, স্বপন খান ও মিঠু সরদারসহ হামলা চালায়। আহত দেলোয়ারকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় নড়িয়া থানায় দেলোয়ার দেওয়ান বাদী হয়ে আনসার মাঝি, মুনসুর মাঝী, দিদার ফকির, হাসান ফকির, জুয়েল সরদার, নশা সরদার, স্বপন খান ও মিঠু সরদার কে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ সোহেল রানা বলেন, এ ঘটনায় নড়িয়া থানায় একটি মামলা হয়েছে আমরা আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছি।