সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

বীর মুক্তিযোদ্ধা ডা: হাফিজ উদ্দিন সিকদারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা ডা: হাফিজ উদ্দিন সিকদারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বীর মুক্তিযোদ্ধা ডা: হাফিজ উদ্দিন সিকদারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আচূড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাক্তার মো: হাফিজ উদ্দিন সিকদার(৯০) ইন্তেকাল করিয়াছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ৮-ই মে সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন এ মুক্তিযোদ্ধা। আলহাজ্ব ডাক্তার মো: হাফিজ উদ্দিন সিকদার আচূড়া গ্রামের মৃত ইয়াছিন সিকদারের ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রীসহ ৪ছেলে ও ১মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার ৪ছেলের মধ্যে ১জন লে.কর্ণেল, ১ছেলে ব‍্যাংকার, ২ছেলে সরকারি হাইস্কুলের শিক্ষক ও মেয়ে লন্ডন প্রবাসী। তার কনিষ্ঠ ছেলে সাখাওয়াত হোসেন নিপু সিকদার জানান, আমার বাবা অনেকদিন অসুস্থ ছিলেন। আজ সকালে তিনি আমাদের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে আরও জানান, ১৯৭১ সালে তার বাবা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পরপরই তিনি ভোজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি একজন অবসরপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ছিলেন। শুক্রবার তাদের নিজ বাড়ির মসজিদ মাদ্রাসা মাঠে আসর নামাজবাদ রাষ্ট্রীয় মর্যাদায় তার বাবার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

এ সময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ট্রাইব‍‍্যুনালের প্রসিউটিউকর এডভোকেট আলহাজ্ব সুলতান মাহমুদ সীমন, নড়িয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব হাচান আলী রাড়ী, নড়িয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, আত্মীয়-স্বজন ও গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ প্রমূখ।


error: Content is protected !!