
নড়িয়া বিহারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন এলামনাই এসোসিয়েশন ও বর্তমান শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে ১৫৫ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এতে আর্থিক অনুদান দিয়ে সহযোগীতা করেছেন শরীয়তপুরের গণমানুষের নেতা পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
বুধবার (৬ মে) সকাল ১০ টার দিকে বিদ্যালয় মাঠে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের মধ্যে যারা আর্থিক কষ্টে আছেন এমন ১৫৫ টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- এলামনাই এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট মোঃ আবুল কালাম আজাদ, নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেক ছাত্রনেতা ওবায়দুল হক, নড়িয়া বিহারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিন্টু চন্দ্র রায়, নড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, জলিল মাস্টার, সাইদুল হক মুন্নাহ, পৌরসভা আওয়ামীলীগ নেতা মিলন বন্দুকছি, প্রক্তন ছাত্র ব্যাংকার নুরুজ্জামান প্রাক্তন ছাত্র ব্যাংকার আনোয়ার হোসেন মিল্টন, মাহমুদুর রহমান হারিস, ওয়াসিমুল আকাশ ও তরিকুল ইসলাম রুবেল প্রমুখ।