
শরীয়তপুরের নড়িয়ায় রত্নগর্ভা মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। তার রত্নগর্ভা মায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে তিনি নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (১৫ মে) বেলা ২ টায় ডিঙ্গামানিক ইউনিয়নের গোলার মাঠে ২০০ অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী চাউল, ডাল, তেল, আলু, সেমাই, চিনি ও দুধ বিতরন করেন পানি সম্পদ উপমন্ত্রী। এ সময় তিনি তার মায়ের জন্য দোয়া কামনা করেন।
এ বিতরণের সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হুসাইন খান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এফ এম মজিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী শান্ত, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।