Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নিজের জন্মদিন উপলক্ষে নড়িয়ায় মাস্ক বিতরণ করলেন গেরিলা আজাদ

নিজের জন্মদিন উপলক্ষে নড়িয়ায় মাস্ক বিতরণ করলেন গেরিলা আজাদ
নিজের জন্মদিন উপলক্ষে নড়িয়ায় মাস্ক বিতরণ করলেন গেরিলা আজাদ

নিজের ৫৬তম জন্মদিন একটু ভিন্নভাবেই উদযাপন করলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও শরীয়তপুর নিউজ ২৪.কম এর সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ (গেরিলা আজাদ)। কেক কেটে কিংবা কোন আনুষ্ঠানিকতা নয় বরং এই করোনাকালে অসচেতন মানুষগুলোকে সচেতন করার লক্ষ্যে মাস্ক পরিধানে বাধ্যকরন এবং বিনামুল্যে মাস্ক বিতরনের ৩ দিনের কর্মসুচী গ্রহণ করেছেন। সোমবার ১৫ জুন সকালে নড়িয়া বাজারে পথচারী ও গাড়িচালকদের মাঝে ১’শ পিস মাস্ক বিতরণ করেন তিনি।

এ প্রসঙ্গে গেরিলা আজাদ বলেন, করোনার কারনে থমকে গেছে পুরো বিশ্ব। এবার নিজের জন্মদিনে একটু ব্যতিক্রমী কর্মসূচি করলাম। আজ ১’শ পিস মাস্ক বিতরণ করেছি ও অসচেতন মানুষদের সচেতন করার চেষ্টা করছি। আগামীকাল ও পরশু আরও ২’শ মাস্ক বিতরণ করবো।