
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত, নড়িয়া-সখিপুরের হিন্দু সম্প্রদায়ের ৫’শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিলেন শরীয়তপুর-২ আসনের ৬ বারের সাবেক এমপি, সাবেক ডেপুটি স্পিকার কর্ণেল অবসরপ্রাপ্ত শওকত আলী পুত্র শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সদস্য, নুসা’র ভাইস চেয়ারম্যান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের আহবায়ক ডা.খালেদ শওকত আলী। শুক্রবার ১৯ জুন সকাল থেকে খালেদ শওকত আলী পক্ষে দলীয় নেতাকর্মীরা নড়িয়া ও সখিপুরের অসহায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্য উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, তেল, লবন, আলু ইত্যাদী। এর আগে ড. খালেদ শওকত আলী পক্ষে নড়িয়া ও সখিপুরের বিভিন্ন ইউনিয়নে কয়েক হাজার পরিবারের মাঝে ইফতার, ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দেশে করোনা দুর্যোগের পর থেকে অসহায়দের ফ্রি চিকিৎসা সহ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন ডা.খালেদ শওকত আলী।