Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

বিঝারী অসহায় কর্মহীন পরিবারের মাঝে চাউল ও নগদ অর্থ বিতরণ

বিঝারী অসহায় কর্মহীন পরিবারের মাঝে চাউল ও নগদ অর্থ বিতরণ
বিঝারী অসহায় কর্মহীন পরিবারের মাঝে চাউল ও নগদ অর্থ বিতরণ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নে করোনা দুর্যোগকালীন সময় অসহায় কর্মহীন পরিবারের মাঝে সরকারি বরাদ্দকৃত জি আর চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ১৭ জুন সকাল ১০ টায় বিঝারী ইউনিয়ন পরিষদের অসহায় কর্মহীন ২২৮ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল ও ৬০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব (অতি) মলিনা নাসরিন, ইউনিয়ন পরিষদের সদস্য তারা মিয়া হাওলাদার, মোঃ জুলহাস শেখ, সেলিম মাঝী, মোঃ মোয়াজ্জেম চৌকিদার, আব্দুল্লাহ আল মামুন, মোঃ নিয়ামত মৃধা, মহিলা মেম্বার খুরশিদা বেগম, লাইলী বেগম, ছালমা বেগম ও মুুুুক্তা রানী মন্ডল।

মেম্বার খোরসিদা বেগম বলেন, করোনাকালীন দুর্যোগ মুহূর্তে আমরা দশম পর্যায়ে সরকারি চাল ও নগদ টাকা বিতরণ করি।

এ বিষয়ে ইউপি সচিব মলিনা নাসরিন সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান তার পারিবারিক কাজে ঢাকায় আছেন, তাই ইউপি সদস্যদের নিয়ে দশম ধাপে হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি জিআর চাল ও নগদ ৬০ টাকা করে ২২৮ জনকে প্রদান করা হয়।