Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

স্বেচ্ছাসেবক লীগের নড়িয়া বৃক্ষরোপন

স্বেচ্ছাসেবক লীগের নড়িয়া বৃক্ষরোপন
স্বেচ্ছাসেবক লীগের নড়িয়া বৃক্ষরোপন

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র অনুপ্রেরনায় ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে নড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি পালন করে।

বৃহস্পতিবার ১৮ জুন বেলা ১১ টায় নড়িয়া উপজেলার নড়িয়া কলেজ ও উপজেলা চত্বরের বিভিন্ন স্থানে নিম, আমলক্ষি, মেহগনি ও পেয়ারা লটকন গাছসহ বনজ ও ফলজ বৃক্ষরোপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দেলোয়ার হোসেন আকন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য সেকান্দার আলম রিন্টু, কেদারপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মোঃ চুন্নু মাদবর, রুবেল হাওলাদার, রমজান হাওলাদারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দেলোয়ার হোসেন আকন বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপির অনুপ্রেরণায় ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে নড়িয়া উপজেলার বিভিন্ন স্থানে বনজ ও ফলজ গাছ রোপন করি। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এ কর্মসূচি পালন করবো।