
মদ সহ মোঃ আনোয়ার মুন্সি নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গত ২১ জুন রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে শরীয়তপুরের নড়িয়া থানা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় নড়িয়ার চাকধ গ্রামের পাওয়ার হাউজ এর সামনে থেকে ওই ব্যাক্তিকে আটকের পর তার নিকট থেকে ১০ বোতল মদ উদ্ধার করে।
আটককৃত মোঃ আনোয়ার মুন্সি (৪৮) এর বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে। সে ঐ ইউনিয়নের মতলেব মুন্সির ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নড়িয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। নড়িয়া থানার মামলা নং-১৫।