
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাহিন্দ্রা চাপায় জাহিদুর রহমান মুকুল (৫০) নামে এক ইতালী প্রবাসীর মৃত্যু হয়েছে। মুকুল নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক নেতা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে শরীয়তপুর-নড়িয়া সড়কের ভোজেশ্বর বাসস্ট্যান্ড ব্রীজের ওপর এ দূর্ঘটনা ঘটে। মুকুল নড়িয়া পৌরসভার ২ নং ওয়ার্ড শুভগ্রামের হাজী বোরহান উদ্দিন মীরবহরের ছেলে।
নিহত মুকুলের ভাই স্বপন মীরবহর জানান, মুকুল করোনার আগে ইতালী থেকে ছুটিতে বাড়ি আসেন। বুধবার সকালে পাসপোর্ট সংক্রান্ত কাজে বন্ধু হুমায়ুন শেখের সাথে তার মটরসাইকেলে চড়ে শরীয়তপুর সদরে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি মাহিন্দ্রা মটর সাইকেলটিকে চাপা দেয়।
এতে মটরসাইকেল আরোহী মুকুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মাহিন্দ্রাসহ চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।