শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং

নড়িয়ায় পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

নড়িয়ায় পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের যোগপাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফতেজঙ্গপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মৃধার ছেলে বাঁধন মৃধা (৮) ও তার শ্যালক আবু সুফিয়ান (৬)।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার সকালে নড়িয়া যোগপাট্টা এলাকায় বাড়ির পাশের পুকুরের পানিতে গোসল করতে যায় দুটি শিশু। পরে দুপুর হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন শিশু দুজনকে খুঁজতে থাকে। একপর্যায় পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখা যায়। তাৎক্ষনিক তাদের উদ্ধার করা হয়। ততক্ষনে শিশু দুটির মৃত্যু হয়ে যায়।


error: Content is protected !!