
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের কাঞ্চন পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক মোল্লার অসহায় স্ত্রী মাকসুদা বেগমকে নগদ ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক মোল্লার স্ত্রী অসহায়ত্মের খবর পেয়ে ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে শরীয়তপুর জেলা ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’-এর সভাপতি মোহাম্মদ আবদুস সালাম-এর পক্ষ থেকে নগদ ১০ হাজার অর্থ সহায়তা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’-এর সাধারণ সম্পাদক মো: দুলাল ছৈলাল, সিনিয়র সহ-সভাপতি মো: ফারুক আলম রাড়ী, যুগ্ম-সাধারণ সম্পাদক এ এইচ এম নজিবুল হক, সাংগঠনিক সম্পাদক মো: শাহ আলম, দপ্তর সম্পাদক আশ্রাফুল ইসলাম রাসেল ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: তৌহিদুল ইসলাম (বিপ্লব), ভেদরগঞ্জ ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’-এর সভাপতি রাশেদুজ্জামান সুমন, সখিপুর থানার সাধারণ সম্পাদক মো: ওহেদুল ইসলাম ওয়ালিদ, ডামুড্যা উপজেলা শাখার সভাপতি মো: নুরুজ্জামান ঝন্টু ও সাধারণ সম্পাদক মো: মিলাদ হোসেনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।