সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং
প্রকল্প পরিদর্শণ করেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবোল বোস মনি

মুজিববর্ষ উপলক্ষে নড়িয়ার হালইসার মৎস্য গ্রাম বাস্তবায়নের লক্ষে মতবিনিময়

মুজিববর্ষ উপলক্ষে নড়িয়ার হালইসার মৎস্য গ্রাম বাস্তবায়নের লক্ষে মতবিনিময়

‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়িয়ায় বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে হালইসার মৎস্য গ্রাম বাস্তবায়নের নিমিত্তে বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের হালইসার গ্রামে ওয়াল্ডফিশ-বাংলাদেশ-এর সহযোগীতায় শরীয়তপুর মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবোল বোস মনি। মতবিনিময় সভায় সচিব বলেন, মাছ আমাদের অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে। এ মাছ সংরক্ষণে শুধু মৎস্য বিভাগ-ই নয়, জনসাধারণের ভূমিকা রাখা জরুরি।

মতবিনিময় সভা শেষে অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবোল বোস মনি হালইসার মৎস্য গ্রাম বাস্তবায়নের নিমিত্তে বিভিন্ন প্রকল্প পরিদর্শণ করেন।

এ সময় নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) তানভীর-আল-নাসীফসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।


error: Content is protected !!