
‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়িয়ায় বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে হালইসার মৎস্য গ্রাম বাস্তবায়নের নিমিত্তে বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের হালইসার গ্রামে ওয়াল্ডফিশ-বাংলাদেশ-এর সহযোগীতায় শরীয়তপুর মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবোল বোস মনি। মতবিনিময় সভায় সচিব বলেন, মাছ আমাদের অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে। এ মাছ সংরক্ষণে শুধু মৎস্য বিভাগ-ই নয়, জনসাধারণের ভূমিকা রাখা জরুরি।
মতবিনিময় সভা শেষে অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবোল বোস মনি হালইসার মৎস্য গ্রাম বাস্তবায়নের নিমিত্তে বিভিন্ন প্রকল্প পরিদর্শণ করেন।
এ সময় নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) তানভীর-আল-নাসীফসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।