মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং
ন‌ড়িয়া উপ‌জেলার জপসা মোল‌্যাকা‌ন্দি

মোটরসাই‌কেল ধাক্কায় স্কুল ছা‌ত্রের মৃত‌্যু

মোটরসাই‌কেল ধাক্কায় স্কুল ছা‌ত্রের মৃত‌্যু
শরীয়তপু‌র ন‌ড়িয়া উপ‌জেলায় মোটরসাই‌কেল ধাক্কায় তা‌মিম মাদবর (০৭) না‌মে এক স্কুল ছা‌ত্রের মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (০২ অ‌ক্টোবর) বি‌কেল ৫টার দি‌কে উপ‌জেলার জপসা ইউ‌নিয়‌নের মেলকারকা‌ন্দি এলাকায় এ দুর্ঘটনা‌টি ঘ‌টে। এ ঘটনায় ‌মোটরসাই‌কেলসহ চালক‌কে স্থানীয়রা আটক ক‌রে পু‌লি‌শে সপর্দ ক‌রে।
নিহত তা‌মিম মাদবর ওই মেলকারকা‌ন্দি গ্রা‌মের হজরত আলী মাদব‌রের ছে‌লে। সে স্থানীয় পালেরচর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রথম শ্রেণির ছাত্র।
পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বি‌কেল ৫টার দি‌কে তা‌মিম মাদবর খেল‌তে খেল‌তে মেলকারকা‌ন্দি গ্রামের সড়‌কে আ‌সে। তখন শরীয়তপুর সদর উপ‌জেলার বিলাসখান গ্রা‌মের সোবাহান পেদার ছে‌লে শুভ পেদা (২৬) ন‌ড়িয়ার জপসা ইউ‌নিয়‌নের মোল‌্যাকা‌ন্দি গ্রা‌মের রাড়ী বা‌ড়ি এক‌টি পা‌রিবা‌রিক অনুষ্ঠান থে‌কে মোটরসাই‌কে‌লে বা‌ড়ি ফির‌ছিল। এসময় তার মোটরসাই‌কেলে ধাক্কা লাগ‌লে তা‌মিম ঘটনাস্থ‌লেই মৃত‌্যুবরণ ক‌রে।
প‌রে শুভ পেদা ঘটনাস্থল থে‌কে পা‌লি‌য়ে যাওয়ার সময় স্থানীয়রা বাঁশের বে‌ড়ি‌কেট দি‌য়ে মোটরসাই‌কেলসহ তা‌কে আটক ক‌রে ন‌ড়িয়া থানা পু‌লিশে সোপর্দ ক‌রে।
ন‌ড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. হা‌ফিজুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, সড়ক দুর্ঘটনা‌য় তা‌মি‌মের মৃত‌্যুর বিষ‌য়ে স্থানীয়রা জানা‌লে ঘটনাস্থ‌লে যাই। ‌মোটরসাই‌কেলসহ চালক‌কে আটক করা হ‌য়ে‌ছে। দ্রুত গ‌তি‌তে মোটরসাই‌কেল চালা‌নোর কার‌নে এ দুর্ঘটনা‌টি ঘ‌টে। এ ঘটনায় অ‌ভি‌যোগ পে‌লে ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

 


error: Content is protected !!