Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
নুসার উদ্যোগে নড়িয়ায়

র্ধষন নারী ও শিশু নির্যাতন রোধে সচতেনামুলক আলোচনা সভা

র্ধষন নারী ও শিশু নির্যাতন রোধে সচতেনামুলক আলোচনা সভা
র্ধষন নারী ও শিশু নির্যাতন রোধে সচতেনামুলক আলোচনা সভা

দেশব্যাপী ধর্ষন, নারী ও শিশু নির্যাতন রোধে নড়িয়া উন্নয়ন সমিতি নুসার উদ্যেগে সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টা নুসার ট্রেনিং সেন্টার সচেতনা মুলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডঃ খালেদ শওকত আলী।

নুসা’র উপ-পরিচালক জয়দেব চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ডাঃ তানিয়া খালেদ আলী, নুসার উপদেষ্টা মুক্তিযোদ্ধা বি এম জাহেদ আলী বেপারী, পরিচালনা পর্ষদ সদস্য আঃ রহমান ঢালী।

নুসার সহকারী পরিচালক কবির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন নুসার সহকারি পরিচালক জাহাঙ্গীর হোসেন, কবির হোসেন, আমিনুল হক মিন্টু, মোঃ শরিফুল ইসলাম, অডিট চীফ মোঃ ফারুক হোসেন প্রমুখ।

সভায় বক্তারা দেশব্যাপী ধর্ষন, নারী ও শিশু নির্যাতন কারীদের আইনের আওতায় এনে শাস্তি দেয়ার দাবী জানান।