Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ ঘন্টার চেষ্টায় সাপে কাঁটা রোগি সুস্থ

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ ঘন্টার চেষ্টায় সাপে কাঁটা রোগি সুস্থ
নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ ঘন্টার চেষ্টায় সাপে কাঁটা রোগি সুস্থ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ১২ অক্টোবর সোমবার একজনকে কেউটে (কোবরা) সাপে দংশণ করে। স্থানীয়রা সাপে কাঁটা ঐ রোগিকে চিকিৎসার জন্যে প্রথমে ওঝার কাছে নিয়ে যায়। কিন্তু সেখানে কোন ফলাফল না পাওয়ায় পরে তারা ওই রোগিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাক্তার, নার্স ও স্টাফদের ৫ ঘন্টা ব্যাপী দক্ষ চিকিৎসার পর সাপে কাঁটা ওই রোগিকে বিপদমুক্ত করা হয়। বর্তমানে ওই রোগি সুস্থ আছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব আহমেদ জানান, আজ দুপুরে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স-এ সাপে কামড়ের একজন রোগি আসে। রোগিকে সকাল ১০ টার দিকে কেউটে (কোবরা) কামড় দেয়। রোগিকে প্রথমে ওঝার কাছে নেয়া হয়। সেখানে কোন রেজাল্ট না পাওয়ায় রোগীকে হাসপাতালে আনা হয়। এরপর ৫ ঘন্টা ব্যাপী চিকিৎসার পর অবশেষে আল্লাহর রহমতে সাপে কাঁটা ওই রোগিকে বিপদমুক্ত করতে সক্ষম হই। সবার নিকট তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইছি।