Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় পদ্মার ডানতীর রক্ষাবাঁধ প্রকল্পের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে: উপমন্ত্রী এনামুল হক শামীম

নড়িয়ায় পদ্মার ডানতীর রক্ষাবাঁধ প্রকল্পের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে: উপমন্ত্রী এনামুল হক শামীম
নড়িয়ায় পদ্মার ডানতীর রক্ষাবাঁধ প্রকল্পের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে: উপমন্ত্রী এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধায়নে করোনা ঝুঁকির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভাঙ্গন রোধে কাজ করে চলছে। আগামীতে যেন আর একটি বাড়ি ঘর না ভাঙ্গে সে লক্ষ্যে ডেলটা প্লান করে কাজ এগিয়ে নেওয়ার কাজ চলছে। ইতোমধ্যে শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ডানতীর রক্ষাবাঁধ প্রকল্পের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে পদ্মার ডানতীর রক্ষা বেড়িবাঁধ প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে এসে উপমন্ত্রী এ কথা বলেন।

উপমন্ত্রী আরো বলেন, আগামী বর্ষাকে সামনে রেখে নড়িয়াসহ সারা বাংলাদেশের মানুষকে ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য করোনা ঝুকির মধ্যেও কাজ করে যাচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে পানিসম্পদ মন্ত্রণালয়ের সক্ষমতা বেড়েছে আগে থেকে অনেক গুন। বিগত ৪০-৫০ বছর আগের ঝুকিপূর্ণ বাধগুলোকে আমরা সুপারডাইকে পরিণত করেছি। এ ছাড়াও আমরা বাংলাদেশের মানুষকে স্থায়ীভাবে বন্যা, জলোচ্ছাস ও নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে কাজ করে যাচ্ছি।