Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের এ্যাড. আবুল কালাম আজাদ বিপুল ভোটে বিজয়ী

নড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের এ্যাড. আবুল কালাম আজাদ বিপুল ভোটে বিজয়ী
নড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের এ্যাড. আবুল কালাম আজাদ বিপুল ভোটে বিজয়ী

শরীয়তপুরের নড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ নৌকা প্রতীকে ১২ হাজার ৮৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) প্রার্থী ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ৪৫৪ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে রাত ৯ টায় ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন।

এছাড়া কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আবুল বাশার ফকির, ২ নম্বর ওয়ার্ডে আবু জাফর শেখ, ৩ নম্বর ওয়ার্ডে হাজী মোহাম্মদ ফজলুল হক মাস্টার, ৪ নম্বর ওয়ার্ডে হামিদুর রহমান হামিদ বেপারী, ৫ নম্বর ওয়ার্ডে হাজী খলিলুর রহমান সরদার, ৬ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন মল্লিক, ৭ নম্বর ওয়ার্ডে মোঃ আলী ছৈয়াল, ৮ নম্বর ওয়ার্ডে মোঃ হযরত আলী রাড়ী ও ৯ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম সরদার এবং সংরক্ষিত ১,২,৩ নম্বর ওয়ার্ডে পলি আক্তার, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে মাজেদা বেগম ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে শামসুন্নাহার মায়া নির্বাচিত হয়েছেন।