Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

নড়িয়ায় মোল্লা ম্যাক্স গ্রুপ এর চেয়ারম্যান মোহাম্মদ সাহেব আলী মোল্লা ইন্তেকালে প্রবাসী ছেলের দোয়া কামনা

নড়িয়ায় মোল্লা ম্যাক্স গ্রুপ এর চেয়ারম্যান মোহাম্মদ সাহেব আলী মোল্লা ইন্তেকালে প্রবাসী ছেলের দোয়া কামনা
নড়িয়ায় মোল্লা ম্যাক্স গ্রুপ এর চেয়ারম্যান মোহাম্মদ সাহেব আলী মোল্লা ইন্তেকালে প্রবাসী ছেলের দোয়া কামনা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইটভাটার মালিক মোল্লা ম্যাক্স গ্রুপ এর চেয়ারম্যান হাজী মোহাম্মদ সাহেব আলী মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পপুলার হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র সন্তান, ২ কন্যা, এক বোনসহ আত্মীয় সজন ও অসংখ্য শুভকাক্সক্ষী রেখে গেছেন।

মোহাম্মদ সাহেব আলী মোল্লা’র জানাজা নামাজ শনিবার (৩০ জানুয়ারি) আছর বাদ শরীয়তপুর জেলার নড়িয়া থানার জপসা ইউনিয়নের মোল্যাকান্দি তার নিজ গ্রামের বায়তুল আমান জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে মরহুমের বাবা ও মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

মরহুম মোহাম্মদ সাহেব আলী মোল্লা’র ছেলে দুবাই প্রবাসী আলহাজ্জ্ব শওকত আলী মোল্যা তার ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার পিতা মরহুম মোহাম্মদ সাহেব আলী মোল্লা’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।