সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

নড়িয়া-জাজিরা পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে : পানি সম্পদ উপমন্ত্রী

নড়িয়া-জাজিরা পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে : পানি সম্পদ উপমন্ত্রী

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মার ডানতীর রক্ষা প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে পানি সম্পদ মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি বলেন, নড়িয়া-জাজিরা পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী বর্ষার আগে নড়িয়া কীর্তিনাশা নদীর মোহনা থেকে সুরেশ্বর ঘাট পর্যন্ত ১২ কিলোমিটার বেরী বাধের কাজ সম্পন্ন হবে এবং পদ্মার নদীর মাঝে চ্যানেল তৈরী কাজও শেষ হবে। ফলে আশা করা যায় আগামী বর্ষায় নড়িয়ার এক ইঞ্চি মাটিও নদী গর্ভে বিলিন হবেনা।

এ সময় তার সঙ্গে ছিলেন শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, প্রধান প্রকৌশলী আব্দুল হাকীম ও বেঙ্গল গ্রুপের পিডি মেজর রেজা সহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


error: Content is protected !!