Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

নড়িয়ায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
নড়িয়ায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

শরীয়তপুরের নড়িয়ায় গলায় ফাঁস দিয়ে মাহবুব হোসেন অন্তু (১৮) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (২০ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে পরিবারের লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহবুব উপজেলার বৈশাখীপাড়া গ্রামের আলাউদ্দিন মেকার এর ছেলে এবং নড়িয়া সরকারী কলেজ এর একাদশ শ্রেনীর ছাত্র।

মাহবুব এর বোন সুমি আক্তার জানান, রাত ১১ টার দিকে ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে বাসার লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কী কারণে মাহবুব গলায় ফাঁস দিয়েছে তা বলতে পারেনি তার স্বজনরা।

পালং থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লাশের সুরত হাল দেখে মনে হচ্ছে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। ঘটনাটি নড়িয়া থানায় জানানো হয়েছে। নড়িয়া থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।