
শরীয়তপুরের নড়িয়ায় গলায় ওড়না পেচিয়ে আয়শা আক্তার স্বর্না (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্বর্না আক্তার কালিকাপ্রসাদ গ্রামের স্বপন দেওয়ান এর মেয়ে এবং নড়িয়া উপসী কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছে। স্বর্ণার বাবা রাজধানী ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন এবং মা দীর্ঘদিন যাবৎ জর্দান প্রবাসী। গ্রামে বৃদ্ধা দাদীর কাছে থাকতো স্বর্ণা।
স্বর্নার দাদি রহিমা বেগম জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিলোনা। এ সময় রান্না ঘরে দরজা বন্ধ দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজনের সহযোগীতায় দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ওড়না পেঁচানো অবস্থায় আড়ার সঙ্গে ঝুলন্ত দেখতে পায়। তখনও ছটফট করছিলো সে। সাথে সাথে ওড়না কেটে নিচে নামালে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।
তবে ঠিক কী কারণে স্বর্না গলায় ফাঁস দিয়েছে তা স্পষ্ট করে বলতে পারেননি তিনি।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |