
শরীয়তপুরের নড়িয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) নড়িয়া বাজারে প্রাইভেট লাইভ কেয়ার হাসপাতালে রাত সোয়া ৮ থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভোটাররা বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোটার ছিল ৮৩ জন। এতে ৭৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ২টি ভোট বাতিল বলে গণ্য হয়। তার মধ্যে সভাপতির ভোট ১টি বাতিল সাধারন সম্পাদকের ২ টি ভোট বাতিল হয়।
নির্বাচনে মোঃ ইলিয়াছ হোসেন ৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল ইসলাম পেয়েছেন ১৯ ভোট। মোঃ সজিব মাতুব্বর ৩৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইউব আলী সরদার পেয়েছেন ৩৫ ভোট। নির্বাচিত এই কমিটি আগামী ১ বছর তাদের দায়িত্ব পালন করবে।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- ডা. গোলাম ফারুক, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ডাঃ নাজমুল ইসলাম, আব্দুর রহমান, কমল ও আজিজ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |