Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় দুর্যোগ মোকাবেলা কর্মশালা অনুষ্ঠিত।

নড়িয়ায় দুর্যোগ মোকাবেলা কর্মশালা অনুষ্ঠিত।

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দূর্যোগ মোকাবেলা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপি নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ে সার্বিক সহযোগিতায় নদী ভাংগন, বেড়িবাধ, বন্যায় আশ্রায়ন কেন্দ্র প্রস্থুত করা, দরিদ্র অসহায় পরিবারকে সব ধরনের সহযোগিতা করার কথা বলেন বক্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আল নাফিস’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র এড. আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম রাজিব, এলজিইডি’র উপজেলা প্রকৌশলি মোঃ সাহাবুদ্দিন খান, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা আহাদি হোসেন, উপসহকারি প্রকৌশলী সোহেল অভী, ইউপি চেয়ারম্যান আলী হোসেন খন্দকার, আবদুর রফ খান, হাফেজ ছানাহ উল্লা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

#