
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছন,বিএনপি মহাসচিবের মেগা প্রকল্পের কাল্পনিক অভিযোগ প্রসঙ্গে মেগা মিথ্যাচার করছে। অথচ তাদের অপপ্রচারকে মিথ্যা প্রমান করে দেশের একের পর এক উন্নয়ন কাজ বাস্তবায়নের মধ্যদিয়ে দেশকে উন্নয়নের অভিযাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। যার নজির আজ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলাম।
আজ বহু প্রতীক্ষিত ভেদরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন এসে মঙ্গলবার(২২জুন) বিকাল ৪টায় ভেদরগঞ্জ – সখিপুর সড়কের পাশে রামভদ্রপুর ইউনিয়নের কোড়ালতলী এলাকায় নবনির্মিত এ স্টেশনের উদ্বোধন কালে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুলহক শামীম এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার,আওয়ামীলী কেন্দ্রীয় সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম।
বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগে সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার।
তিনি আরো বলেন, বিএনপি তাদের শাসনামলে দুর্নীতিতে দেশকে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক দিয়েছিল, যা জনগণ এখনো ভুলে যায়নি। যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাদের মেগা-প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াটাই স্বাভাবিক।
মন্ত্রী শরীয়তপুর জেলার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন নদী ভাঙ্গনে ৬৩০ কোটি টাকা বরাদ্দ সহ মেঘনা সেতুর ও শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের অর্থ বরাদ্দে প্রধানমন্ত্রীর আন্তরিকতার বর্হিপ্রকাশ করে উল্লেখ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |