Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ার সড়কের সরকারি গাছ কেটে নিলেন রমজান সরদার

নড়িয়ার সড়কের সরকারি গাছ কেটে নিলেন রমজান সরদার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আনাখন্ড বেইলী ব্রীজ সংলগ্ন রাজনের চায়ের দোকানের সামনে সড়ক ও জনপদ বিভাগের সড়কের বড় একটি মেহগনি গাছ স্থানীয় ইউনুস সরদারের ছেলে রমজান সরদার কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি স্থানীয় গাছ কাটার শ্রমিক মন্নান ছৈয়ালসহ আরও কয়েকজন শ্রমিক দিয়ে তিনি গাছটি কেটে নিয়ে যান। এবং গাছের গোড়ায় বিভিন্ন লতাপাতা দিয়ে ঢেকে রাখেন যাতে কেউ বুঝতে না পারেন।

স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে শনিবার (২৬ জুন) বিকেলে সরেজমিনে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। আনাখন্ড বেইলী ব্রীজ সংলগ্ন উপসীর দিকে যাওয়ার সড়কে লতাপাতা দিয়ে ঢাকা একটি গাছের গোড়া দেখা যায়। লতাপাতা সরালে দেখা যায় সম্প্রতি কাটা বড় ধরনের একটি মেহগনি গাছের গোড়া। গাছ কাটার শ্রমিক মন্নান ছৈয়ালের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা গাছ কাটার শ্রমিক।

স্থানীয় ইউনুস সরদারের ছেলে রমজান সরদার আমাদের কয়েকজন শ্রমিক দিয়ে সড়কের গাছটি কাটিয়েছেন। রমজান গাছ কেটে কি করেছে তা আমরা বলতে পারবো না। এ বিষয়ে রমজান সরদারের কাছে মোবাইল ফোনে জানতে চাইতে তিনি পরে যোগাযোগ করবেন বলে ফোন রেখে দেন। এ বিষয়ে ভোজেশ্বর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খবির উদ্দিন বলেন, আমি অসুস্থ, বাড়িতে আছি। গাছ কাটার বিষয়ে আমি কিছু জানিনা। খোঁজ নিয়ে দেখাবো।

এ বিষয়ে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোর্শেদুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়টি আমি অবগত নই। তবে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করতে বলবো। অবৈধভাবে সরকারী গাছ কেউ কেটে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যেহেতু সড়ক ও জনপদ বিভাগের গাছ সেক্ষেত্র আপনারা বিষয়টি সড়ক ও জনপদ বিভাগকে জানিয়ে রাখতে পারেন। সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমকে বিষয়টি জানালে তিনি বলেন, আমি নাওডোবা সড়কে কাজের সাইডে আছি। ওখানে আমাদের ডিপার্টমেন্টের লোক পাঠানোর ব্যবস্থা করছি। বেআইনী ভাবে সড়কের গাছ কেউ কেটে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।